শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির সাক্ষাৎ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা এডামা ডেইং। 

.

রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় দুপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেন তারা। 

 

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেয়ার বিষয়ে জাতিসংঘের জোরালো ভূমিকা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পরে অন্য অনুষ্ঠানে কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উপস্থাপন পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী।