বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

উত্তাপ ছড়ানো ম্যাচে স্পেনের জয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

ইউরো ২০২০ এর বাছাইয়ে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে রবিবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় স্পেন ও নরওয়ে। এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক আক্রমণে প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখে স্পেন। উত্তাপ ছড়ানো ওই ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশরা।

 

এদিন ম্যাচের ষোল মিনিটেই এগিয়ে যায় স্পেন। ডি বক্সের বাঁ দিক থেকে জর্দি আলবার ক্রস থেকে অসাধারণ এক ভলিতে ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড রদ্রিগো নরওয়ের জালে বল পাঠান। বিরতির পর আক্রমণে এগিয়ে থাকলেও ম্যাচের ৬৫ মিনিটে উল্টো গোল হজম করে বসে স্বাগতিকরা। এসময় বোর্নমাউথের ফরোয়ার্ড জসুয়া কিংয়ের সফল স্পট কিকে সমতায় ফেরে নরওয়ে। 

তবে ম্যাচের ৭১ মিনিটে রামোসরে স্পট কিকে আবারো স্বস্তি ফিরে স্বাগতিক শিবিরে। অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড মোরাতাকে গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টিম স্পেন।