মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বাড়ির চেয়ে কর্মস্থলে বেশি ভালো থাকেন নারীরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

অফিসে সারা দিনের পরিশ্রমের পর কখন বাড়ি যাব, এই চিন্তায় ডুবে থাকেন বেশিরভাগ মানুষই। কিন্তু সাম্প্রতিক সমীক্ষা বলছে বিপরীত কথাই। বাড়ি নয়, বরং অফিসেই ভালো থাকেন বেশিরভাগ মানুষ। বিশেষ করে নারীরা জানিয়েছেন যে, বাড়ির থেকে অফিসেই বেশি হালকা মনে থাকেন তারা। 

 

পেন স্টেট ইউনিভার্সিটি এক সপ্তাহ ধরে মোট ১২২ জন নারীর ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে আসে। দেখা গেছে, অফিসের তুলনায় বাড়িতে থাকাকালীন বেশি মাত্রায় করটিসোল যা স্ট্রেস হরমোন নামে পরিচিত, নারীদের মধ্যে নিঃসরণ হয়েছে। তবে বেশিরভাগ পুরুষরা কিন্তু অফিসের তুলনায় বাড়িতেই ভালো থাকেন। 

দেখা গেছে, ওয়ার্কিং মাদাররাই বাড়ির তুলনায় অফিসেই বেশি ভালো থাকেন। তুলনায় বাড়িতে যাদের কাজ কম বা যারা একলা থাকেন তারা কিন্তু দিনের শেষে বাড়ি আসতেই বেশি পছন্দ করেন।