ফের চুলের বিচিত্র স্টাইল নিয়ে হাজির নেইমার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
'স্টাইল আইকন' হিসেবে নিজের সুনাম ভালোভাবেই কামিয়ে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ইতিবাচক কারণে হোক বা নেতিবাচক, সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন এই পিএসজি তারকা। নতুন করে আবারও আলোচনায় এসেছেন নেইমার।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে নতুন চুলের স্টাইলের একটা পোস্ট দিয়েছেন নেইমার। আর এতেই তার চুলের স্টাইল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা আর ট্রলের বিষয়বস্তুতে পরিণত হয়েছেন। আগের হেয়ারকাট বদলে নতুন স্টাইলে আবার চুল কেটেছেন তিনি।
‘নুডলস ছাঁট’ স্টাইলের কথা নিশ্চয়ই মনে আছে সবার। রাশিয়া বিশ্বকাপের সময় নতুন হেয়ারকাট দেন তিনি। সে সময়ে তার নুডলসের মতো হেয়ারকাট বেশ আলোচনার জন্ম দিয়েছিল। অনেক হাসাহাসিও হয়েছিল।
বিশ্বকাপ শেষ হলো অনেক দিন। এতদিন যাবত আগের স্টাইলে চুল রেখেছেন নেইমার। কিন্তু এবার আগের হেয়ারকাট (নুডলস ছাঁট) বদলে নতুন স্টাইল দিয়েছেন নিজের ছাঁটে। নাম দিয়েছেন ‘ড্রেডলক’!
ফ্রেঞ্চ লিগে আজ নেইমার হয়তো নিজের নতুন হেয়ারকাট নিয়ে মাঠে নামবেন নান্তের বিপক্ষে। এই মৌসুমে পিএসজির হয়ে ১৯ ম্যাচে ১৬ গোল করেছেন নেইমার, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও আট বার।
