সিলেট সিক্সার্সে ইমরান তাহির ও নাওয়াজ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের নিজেদের দলে নতুন দুই খেলোয়াড় যুক্ত করেছে সিলেট সিক্সার্স। তারা হচ্ছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির ও পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ।
কিন্তু এবার আইকন খেলোয়াড় হিসেবে ফর্মে থাকা লিটন দাসকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স। ওদিকে ডেভিড ওয়ার্নার, নিকোলাস পরানরা আছেন একই দলে। দেশি তারকাদের মধ্যে সাব্বির রহমান, নাসির হোসেন আছেন।
গতবার সাত দলের মধ্যে পঞ্চম হওয়া সিলেট সিক্সার্স এবার ট্রফি জয়ের জন্য বেশ আটঘাট বেঁধে নেমেছে। কেননা সিলেটের পরিকল্পনা দেখে বোঝাই যায়, আসছে আসরে তারা শিরোপা লড়াইয়ে ভালো কিছু করতে চাইছে। সিলেট তাদের দলে তারকা এই দুই ক্রিকেটারকে অন্তভূক্ত করার ঘোষণাটি দলের নিজস্ব ফেসবুক পেজে নিশ্চিত করেছে।
বেশ কিছু বিশেষজ্ঞ স্পিনার আছেন সিলেটে। নতুন আসা এই দুই ক্রিকেটার ছাড়াও এই ফ্র্যাঞ্চাইজিতে স্পিনার হিসেবে রয়েছেন বাংলাদেশের আফিফ হোসেন, অলক কাপালি ও নাবিল সামাদ, ক্যারিবীয় স্পিনার ফাবিয়ান অ্যালেন, নেপালি স্পিনার সন্দ্বীপ লামিচ্ছানেরা।
