মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন শাহনাজ রহমতুল্লাহ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪২ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

কিংবদন্তী কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ’র জানাজা রোববার বাদ জোহর বারিধারা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন, শাহনাজ রহমতুল্লাহর ননদ নাহার আবেদ।

 

শনিবার রাত ১১টার দিকে তার বারিধারার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এ শিল্পী। 

রাত ১টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শফিক তুহিন জানান, বারিধারার বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শাহনাজ রহমতুল্লাহ। এসময় তার পাশে ছিলেন স্বামী রহমতুল্লাহ।