জামায়াতের মতো বিএনপিও একসময় নিঃশেষ হবে: হানিফ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১০ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জামায়াতের মতো বিএনপিও রাজনীতি থেকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে।
শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, যেভাবে বাংলাদেশ থেকে জামায়াত নিঃশেষ হয়ে গেছে সেভাবে বিএনপি নিঃশেষ হয়ে যাবে। সেই কারণেই অনেকে সুযোগ পেয়ে বিভিন্ন সংগঠনে ঢুকার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত দেশের রাজনীতির জন্য বিষফোঁড়া।
