শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

‘বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

বিমানবন্দরে নিরাপত্তা আরো জোরদার করা হবে এবং যারা অস্ত্রসহ বিমানবন্দরে প্রবেশ করেছেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার দুপুরে নিজ বাসভবনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানবন্দরে লাইসেন্স করা পিস্তল নিয়ে যারা যাচ্ছিলেন, তারাও ধরা পড়ছেন। তারাও শাস্তির মুখোমুখি হচ্ছেন। এই জায়গা থেকে কাউকে ছাড় দেয়া হচ্ছে না। গোয়েন্দা বাহিনীর সুপারিশ অনুযায়ী আমরা এটাকে আরো জোরদার করব।

তিনি আরো বলেন, ‘বিমান ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোয়েন্দা সংস্থা কাজ করছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে কিভাবে আরো জোড়ালো ব্যবস্থা নেয়া যায় সেটা দেখবো। আমাদের মেসেজটা (বার্তা) পরিষ্কার। অবৈধ কাজে কাউকে ছাড় দেয়া হবে না। যে যেখানেই যাবেন, তাকে আইন মেনে যেতে হবে।

সম্প্রতি বিমানের দুবাইগামী একটি ফ্লাইটে অস্ত্রসহ এক যাত্রী উড়োজাহাজ ছিনতাই চেষ্টা করেন। পরে কমান্ডো অভিযানে তার মৃত্যু হয়। যদিও সেটি প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল বলে তদন্তে উঠে এসেছে।

এ ঘটনার পরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র নিয়ে যেতে গিয়ে সমালোচনার মুখে পড়েন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়া সম্প্রতি আরো দুজন অস্ত্রসহ বিমানে উঠতে গিয়ে ধরা পড়েন। এই ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনার মুখে পড়ে বিমান কর্তৃপক্ষ।