অন্দর সজ্জায় ‘আয়না’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

যেকোনো নান্দনিক আয়না বদলে দিতে পারে অন্দরসজ্জার পুরো চেহারা। ছোট্ট ঘরকে বড় দেখাতে এর জুড়ি নেই। আয়না যেমন বাড়ির একটি কর্ণারকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারে, তেমনি শোপিস হিসেবেও আয়না হতে পারে অসাধারণ। চলুন তবে জেনে নেয়া যাক অন্দর সজ্জায় আয়নার ব্যবহার-
পেইন্টিংয়ের বদলে আয়না: শুধু মাত্র পেইন্টিংয়ের মাধ্যমেই ঘরকে সজ্জিত না করে, আপনার বসার ঘরে সিটিং স্পেসের ওপরে পেইন্টিংয়ের বদলে পেইন্টেড গ্লাস ব্যবহার করতে পারেন। এতে ঘরে জমকালো একটা ভাব আসবে।
পার্টিশন হিসেবে: এখন বেশিরভাগই দেখা যায় ড্রয়িং-ডাইনিং একসাথে লাগোয়া থাকে। এ ক্ষেত্রে দুই ঘরের মধ্যে পর্দা বা পার্টিশন না করে পেইন্টেড আয়না হতে পারে একটি ভালো অপশন। আবার বাড়িতে ঢোকার মুখেও এ রকম একটি আয়না লাগানো যায়, এটি পার্টিশন হিসেবে কাজ করার পাশাপাশি ডেকোরেশনের কাজও করবে।
জানালার সাজে আয়না: অন্দর সাজে জানালার কাচেও আনতে পারেন ভিন্নতা। গতানুগতিক কাচ ব্যবহার না করে এতে সুন্দর ও নকশাকাটা কাচ ব্যবহার করতে পারেন। এতে সহজেই ঘরে চলে আসবে নতুন আমেজ।
ফ্রেম: ঘরে একটা এন্টিক ভাব আসার জন্য আয়না ব্যবহারের পাশাপাশি ফ্রেমও খুব গুরুত্বপূর্ণ। তাই এই ক্ষেত্রে আপনি পুরনো দিনের নকশাদার ফ্রেম ব্যবহার করতে পারেন।
বড় কাচের ব্যবহার: বাথরুমের ওয়ালে বড় কাচের ব্যবহার বাথরুমের লুকে আনবে নতুন মাত্রা। তবে বাথরুমে লম্বা কাচ ব্যবহার না করে আড়াআড়ি কাচ ব্যবহার করা ভালো। তাতে পানি লেগে কাচ নষ্ট হওয়ার ভয় থাকবে না।
প্যানেল করা: ঘরের এক ধারে একটি কাচ ব্যবহার না করে প্যানেল করে কাচের ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে ছোট-বড় বিভিন্ন সাইজের কাচ ব্যবহার করতে পারেন।
বিভিন্ন আকার: ছোট ঘরকে বড় দেখাতে আয়নার জুড়ি নেই। কারণ যেকোনো জায়গায় একটি বড় আয়না রাখা গেলে এর মধ্যে ঘরের প্রতিবিম্ব পড়ে ঘরকে বেশ বড় দেখায়। তাই ঘর ছোট হলে আয়নার অপশন রাখুন। আজকাল বাজারে বিভিন্ন শেপের আয়না পাওয়া যায়। দেখেশুনে বিভিন্ন শেপের আয়না কিনুন। সদর দরজার পাশে, সিঁড়ির ল্যান্ডিং-করিডোরসহ সব জায়গাতেই এসব আয়না অনায়েসে ব্যবহার করুন।