মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

লাল বিকিনিতে ঝড় তুলেছেন দিশা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৩ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

মোহনীয় হাসি, নজরকাড়া সৌন্দর্য, অভিনয়ের সাবলীলতা দিয়ে তিনি এখন বলিউড মাতাচ্ছেন। আজকাল তিনি যেখানেই যান ঘিরে থাকে ক্যামেরা। তাকে নিয়ে আলোচনা হয়, তার প্রেম নিয়ে বলিউডের আকাশে ভেসে বেড়ায় নানারকম গুজব-গুঞ্জন। এসবই তার জনপ্রিয়তার বদৌলতে। জনপ্রিয় এই নায়িকা আর কেউ নন, তিনি হলেন দিশা পাটানি।

 

শুধু পর্দাতেই নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব দিশা। নিয়মিত ভক্তদের মাতিয়ে রাখেন নানা রকম কর্ম-কাণ্ড করে। ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই নিজের বিভিন্ন ছবিও শেয়ার করেন দিশা।

 

সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই এক নজরকাড়া ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। বিকিনি পরা এই ছবিতে পাওয়া গেছে আবেদনময়ী দিশাকে। ছবিতে লাল বিকিনিতে তাক লাগিয়েছেন দিশা।

ছবিটি পোস্ট করার পর লাইক কমেন্টের ঝড় বয়ে যায়। আর অল্প সময়ের মধেই ভাইরাল হয় ছবিটি। মুহূর্তেই ছবিটিতে লক্ষাধিক লাইক পড়েছে। ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম ভক্তসংখ্যা ১৮.৫ মিলিয়ন।