মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

মেয়ের বিয়ে নিয়ে যা বললেন শক্তি কাপুর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১০ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

কম ছবিতে কাজ করেন তিনি। কিন্তু অল্প দিনের ক্যারিয়ারেই বলিউডে নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন শ্রদ্ধা কাপূর। ফলে অনস্ক্রিন তো বটেই, শ্রদ্ধার অফস্ক্রিনের খবর জানতেও আগ্রহী অনুরাগীরা। শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই বিয়ে করবেন শ্রদ্ধা। কিন্তু পাত্র কে জানেন?

পেশায় ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে শ্রদ্ধার সম্পর্কের চর্চা রয়েছে বলিউডে। শোনা যায়, গত এক বছর ধরে গভীর প্রেমে মজে আছেন তারা। কিন্তু প্রকাশ্যে এই সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি। তবে এখনই মেয়ের বিয়ের খবর একেবারেই উড়িয়ে দিলেন শ্রদ্ধার বাবা শক্তি কাপূর।

 

এক সাক্ষাৎকারে শক্তি বলেন, শ্রদ্ধার বিয়ের খবর একেবারে ভুল। অন্তত চার-পাঁচ বছরের আগে বিয়ে করবে না ও। এখন শুধু ক্যারিয়ারে মন দিতে চায়। আগামী দু’বছর তো কোনো ডেটও খালি নেই।

রোহনের সঙ্গে মেয়ের সম্পর্কও অস্বীকার করেছেন শক্তি। তার দাবি, ফিল্ম ইন্ডাস্ট্রি এমন জায়গা যেখানে সব সময়ই কারো না কারো সঙ্গে লিঙ্কআপের চেষ্টা করা হয়। শ্রদ্ধা সম্পর্কেও সে সব রটছে বলে দাবি করেছেন অভিনেতা।