মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ওমরাহ পালনে মক্কায় অভিনেত্রী স্পর্শিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৮ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

ঢাকাই শোবিজের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বর্তমানে সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ হজ পালন করতে অবস্থান করছেন। এই অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তার মা সুজানা হক। 

জানা যায়, গেল ১৫ মার্চ ঢাকা থেকে মক্কার উদ্দেশ্য মা-মেয়ে উড়াল দেন। শুক্রবার স্পর্শিয়া ডেইলি বাংলাদেশ’কে বিষয়টি জানান। 

 

স্পর্শিয়া বলেন, আমার মায়ের অনেক দিনের স্বপ্ন ওমরাহ করা। তাই কাজের ফাঁকে সময় করে মাকে নিয়ে এসেছি। মক্কা নগরীতে এসে প্রাণ জুড়িয়ে গেছে। নিজে মায়ের হাত ধরে ওমরাহ করতে সত্যিই ভীষণ ভালো লাগছে। 

জনপ্রিয় এই মডেল তারকা আরো বলেন, ওমরাহ করার বিষয়টি আমার কাছের কয়েকজন বন্ধু ছাড়া অনেকেই জানে না। 
এ সময় ওমরাহ শেষে মাকে নিয়ে মক্কা নগরীর বিভিন্ন ঐতিহাসিক জায়গায় ঘুরে দেখছেন বলে তিনি জানান। ওমরাহ শেষে ২ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। 

এদিকে স্পশিয়া স্পর্শিয়া অভিনীত ‘আবার বসন্ত’ ছবিটি ৫ এপ্রিল মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।  পাশাপাশি নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’ ছবিটি এ বছরই মুক্তি পাচ্ছে।