মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বানসালির সঙ্গে প্রিয়াঙ্কা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৫ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

বেশ কিছুদিন ধরেই সিনে পাড়ায় গুঞ্জন চলছিলো বানসালির হাত ধরেই আবারো বলিউডে কাম ব্যাক করবেন প্রিয়াঙ্কা। আর অবশেষে এমন গুঞ্জন সত্যি হতে চলেছে। কেননা বানসালির আগামী সিনেমা ‘গাঙ্গুবাঈ’ এ অভিনয় করবেন প্রিয়াঙ্কা।

 

সিনেমাটির বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে সঞ্জয়লীলা বানসালি বলেন, গল্পটা আমার পছন্দ হয়েছে। আর এমন একটি গল্প আমার কাছে অনেকবদিন ধরেই ছিলো। তাই আমি চিন্তা করি এই গল্প নিয়ে সিনেমা নির্মাণ করবো। এরপরে আমি এবং প্রিয়াঙ্কা সিনেমাটির গল্প নিয়ে বসি। গল্প শোনার পরে সে অভিনয় করতে রাজি হয়। খুব তাড়াতাড়িই শুটিং শুরু হবে। 

 

এর আগে বানসালির পরিচালিত সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। ‘গাঙ্গুবাই’ হবে তাদের একসঙ্গে দ্বিতীয় সিনেমা। ততে এতে অভিনেত্রীর বিপরীতে কে থাকবেন তা এখনো প্রকাশ করেননি পরিচালক।