শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

‘আসছে রেলের নতুন কোচ ও ইঞ্জিন’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৯ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন ‘এ বছরই রেলের সাড়ে ৫০০ কোচ, ১০০ ইঞ্জিন আনা হবে। রেললাইন সোজা করা হবে। পুরাতন লাইন সংস্কার করে নতুন লাইন প্রতিস্থাপন করা হচ্ছে। রেল যোগাযোগবিহীন জেলায় রেল লাইন সম্প্রসারণ করা হবে।

শুক্রবার বিকেলে কুড়িগ্রামের নতুন রেল স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

 

রেলমন্ত্রী বলেন, কুড়িগ্রামের রেল যোগাযোগ পুনরুদ্ধারে কাজ চলছে। ব্রডগেজ, মিটার গেজ বাদ দিয়ে দেশের সব রেলপথ ডুয়েল গেজ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

এ সময় কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন, এসপি মেহেদুল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলীসহ রেলওয়ে কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।