শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

১০ বছরে এসেছে অভাবনীয় সাফল্য : মুহিত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২১ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

গত ১০ বছরে দেশে অভাবনীয় সাফল্য এসেছে; যার পুরো অবদানই আওয়ামী লীগের। আরও নির্দিষ্ট করে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান বলে মন্তব্য করেছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্জনে অবদান রেখেছেন। কেননা তিনি কখনই নিজের জন্য কিছু করেন না। তিনি যা করেন দেশের জন্য করেন। আমরা উন্নয়নটাকে শুধু অর্থনৈতিক উন্নয়নের মধ্যে আটকে রাখিনি। একে সামাজিক সূচকগুলোর মধ্যেও ছড়িয়ে দিয়েছি।

সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, প্রাকৃতিক দুর্যোগকালীন জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবেলাসহ স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। এ ছাড়া মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাসসহ স্বাস্থ্যসেবার বিভিন্ন সূচকে গত ১০ বছরে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। জাতিসংঘ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে। স্বাস্থ্যসূচকে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও নেপালের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। 

বিশেষজ্ঞরা এই সাফল্য ধারা অব্যাহত রাখতে বেশকিছু পরামর্শ দিয়েছেন। তারা মনে করেন স্বাস্থ্যসেবা পেতে এখনও মানুষের পকেট থেকে বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব করতে তারা ব্যক্তির ব্যয় কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন। 

এদিকে, সরকার বেশকিছু ক্ষেত্রে সাফল্য পাওয়ায় আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ বছর পূর্তিতে আওয়ামী লীগ সরকার রয়েছে অনেকটা সুবিধাজনক অবস্থানে। তবে দেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ রেখেই সরকার পা রাখলো নতুন আরেক বছরে।

বিশ্ব আজ সন্ত্রাস এবং সহিংস জঙ্গিবাদ নামক ২টি অন্যতম চ্যালেঞ্জের মুখে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নেয়। সাফল্য এসেছে জঙ্গিবাদ দমনে। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সংঘটিত হয় দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা। এর কয়েকদিন পর ঈদে শোলাকিয়ায় পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এরপর কল্যাণপুর, নারায়ণগঞ্জ, রূপনগর, আজিমপুর, গাজীপুর, টাঙ্গাইল ও আশকোনার জঙ্গি আস্তানায় অপারেশন চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তাতে সফলও হয় তারা।

এদিকে, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার পরিমাণ ৩ গুণ বৃদ্ধি পেয়ে ১৫ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। বর্তমানে প্রায় ৭৮ শতাংশ জনগণ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছানো লীগ সরকারের পরিকল্পনাগুলোর মধ্যে একটি।