শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

এপ্রিলেই দেশে ফিরবেন কাদের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪১ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

গুরুতর অসুস্থ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরতে পারবেন বলে আশা করছেন তার চিকিৎসা সংশ্লিষ্টরা। এরই মধ্যে তার হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। 

ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ের দায়িত্বে থাকা বাংলাদেশি চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ও নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভী গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

ডা. রিজভী বলেন, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় মেডিকেল বোর্ডের সঙ্গে আমার কথা হয়। তারা জানান, অপারেশনের পরে তার যে সাপোর্টগুলো দেয়া হয়েছিল, বিশেষ করে আরভিপি মেশিন আজ খুলে ফেলা হয়েছে। দুই-এক দিনের মধ্যে ওবায়দুল কাদেরের শরীরে লাগানো ট্রাকিয়াল টিউবটিও খুলে ফেলা হবে। এরপরই তাকে কেবিনে নেয়া হবে।

তিনি আরো বলেন, এখন ওবায়দুল কাদেরের হার্ট খুব ভালো কাজ করছে। সপ্তাহখানেক পরে ওনার একটি ফলোআপ হবে। সেটি ভালোভাবে সম্পন্ন হলেই এপ্রিলের মধ্যে তিনি দেশে ফিরতে পারবেন।

গত ৩ মার্চ ভোররাতে শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে এনজিওগ্রামে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি মেজর ব্লকসহ একাধিক ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ৪ মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

সে দিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।