শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

‘ছোটবেলায় আমি আদর্শ বাচ্চা ছিলাম’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৯ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

‘দ্য কুইন অফ ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় রানি লক্ষ্মীবাঈয়ের গল্প নিয়ে আসছেন কঙ্গনা রানাওয়াত। এই বায়োপিকে তার আশপাশের মহিলা চরিত্রগুলিও গুরুত্বপূর্ণ। কঙ্গনা নিজেও নারীশক্তিতে বিশ্বাসী। তিনি জানান, মেয়েদের দমন করাটা এ বার বন্ধ হওয়া দরকার। লক্ষ্মীবাঈয়ের সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পেরেছেন।

একটি মন্তব্যে কঙ্গনা বলেন, ছোটবেলায় আমি একেবারে আদর্শ বাচ্চা ছিলাম। খুবই অনুগত ছিলাম। কিন্তু একটা সময় উপলব্ধি করি সব ছেড়ে বেরোনো দরকার। তারপরে কারও আমার সঙ্গে কথা বলারও অনুমতি ছিল না। কিন্তু মা ঠিক লুকিয়ে ফোন করে জিজ্ঞাসা করতেন, কি খেয়েছো। সেই সময়ে উপলব্ধি করি প্রেম আর ঈশ্বরই আসল সত্য। আর দুটোই নারী। সেই থেকেই আমি নারীশক্তিতে বিশ্বাসী।”—বলেন কঙ্গনা।

‘আমাদের আলাদা করে মেয়েদের শক্তিশালী করার দরকার নেই, তারা এমনিতেই শক্তিমতী, আর সে জন্যই আজও মানব সভ্যতা বেঁচে আছে। শুধু তাদের দমন করাটা বন্ধ হোক। তাদের মধ্যেকার সূক্ষ্ম শক্তিকে চিহ্নিত করে সম্মান জানান। রানী লক্ষ্মীবাঈ নারীশক্তিতে বিশ্বাস করতেন এবং তাকে সম্পূর্ণ ব্যবহার করেছিলেন।’

এই সিনেমার মাধ্যমে সেই ঐতিহাসিক চরিত্রকে সম্মান জানাতে চান কঙ্গনা। কারণ এখানে মহিলাদের দৈহিক শক্তির দিকটাও উঠে এসেছে। অঙ্কিতা ঝলকারি বাঈয়ের চরিত্রে এবং মিষ্টি একজ‌ন তরুণ সেনানীর ভূমিকায় অভিনয় করছেন। তাদের ঘোড়সওয়ারি এবং যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

সিনেমায় রানী লক্ষ্মীবাঈয়ের সেনাই তার শক্তি। সেই সেনাদল পুরোটাই মহিলাদের নিয়ে গঠিত। তারা যুদ্ধে পারদর্শী। অঙ্কিতা লোখান্ডে, মিষ্টি ও আরও অনেকে রয়েছেন। প্রত্যেকের চরিত্র পরতে পরতে উন্মুক্ত হবে বলে জানিয়েছেন কঙ্গনা। ২০১৯ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।